১।ফুটন্ত কলি স্পন্দিত হচ্ছে নির্বিঘ্নে ২। তুমিই তো কেড়ে নিয়েছিলে সব
লাভ কার গোলাপ গাছ তোমার না ভ্রমরার ?
চাক ভেঙে মৌ মৌ করে উঠছে মধু
লাভ হচ্ছে কার জারুল গাছ তোমার না মৌমাছির ?
তুমি দুলে উঠছ অক্লেশে
সর্বাঙ্গ শরীর থেকে মুছে ফেলছো অন্ধকার
চিবুক ,স্তনে অবিরাম চাষ হচ্ছে গোলাপ
বসরার সুগন্ধি লাল গোলাপ
বলে দেবে একবার লাভ হবে কার
আমার না তোমার বর্বর স্বামীর ?
মধু ,পড়তে পড়তে শরীরে ছড়ানো
দেখ তাই মৌমাছিরা বড় অসহায়
মধু ভেবে মানব রাবারে হুল ফোটায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন