সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

কাঞ্চনজঙ্ঘার অভিমান

একটা মেয়ে ভীষণ অভিমানী
কাঞ্চনজঙ্ঘার মনের চূড়ায় এক দেশ
সেই সাদা দেশে সে জমিয়ে রাখে অভিমান
বরফের মত
পরতে পরতে।

প্রত্যেক সন্ধ্যাবেলা-
আমি ঘরে ঢুকে সেই কাঞ্চনজঙ্ঘা দেখি।
যেন চূড়ায় শেষ বিকেলের আলোর প্রতিফলন
শান্ত, সৌম্য, স্থির
একটা মিস্টি গন্ধ
সম্পূর্ণতায়  ভরে থাকা ঘর
একটি লক্ষী ঘর-
সেই ঘরে একটা জীবন কাটানো যায়।

কোনদিন সেই ঘরে সব বরফ ভেঙে পড়ে
হিমবাহ হয়ে।
আমি আবার মন খারাপ করে কাঞ্চনজঙ্ঘা দেখি,
ভাবি,
এই যে অভিমান
মানুষ তো জমিয়েই রাখে একদিন  হিমবাহ হবে বলে।