বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

একটি উত্তরাধুনিক রোমান্টিক (প্রায়) কবিতা

কোন একদিন বিকেলে
এরিক ক্ল্যাপটনের গানগুলো ফুরিয়ে যাবে
স্পটিফাই বলবে সরি, নো ইন্টারনেট কানেকশন অ্যাভেইলএবল
খুঁজে পাওয়া যাবে না দে বেষ্ট অফ এলটন জন।
ফ্রিজের মধ্যে ২০০৫ বোর্দো শেটোর খালি বোতল
দু'য়েকটা লো ফ্যাট গ্রীক ইয়োগার্ট ছড়িয়ে থাকবে এদিক ওদিক
আধখাওয়া ক্যান্টালোপ আর স্কিমড মিল্ক বিদ্রুপ করবে
চ্যাড়ামো হচ্ছে?
আস্তে আস্তে শোবার ঘরে যাব
মাথার কাছে ইতিউতি হাতড়াব
খুঁজে পাব না আবুল হাসান আর জয় গোস্বামী
দি গডস ডিলিউশন বইটা! কিনেছিলাম কি?
সেদিন বিকেলে আবার বসার ঘরে যাব
রাইজিং অ্যারিজোনার নিকোলাস কেজের মত বসে থাকব
তোমার অসংখ্য চুমুর জন্য বসে থাকব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন